হাওর বেষ্টিত ভাটি অঞ্চলের চিরায়িত বৈশিষ্ট্য এখানে বিদ্যমান। এই জনপদেরঅধিকাংশ মানুষ সুদীর্ঘ সময় ধরে কৃষি কাজের সাথে জড়িত। তাই এদের দৈনন্দিনজীবনও কৃষ্টি ওতোপ্রোত ভাবে কৃষির সাথে সম্পৃক্ত।
মানুষের উচ্চারিত ভাষায় সিলেটের আঞ্চলিকপ্রভাব সবচেয়ে বেশি। শিক্ষিত সমাজসাধারণত চলিত রীতিতে কথা বলে। গ্রাম্য পরিবেশে সাধারণত আঞ্চলিকতার প্রভাবপরিলক্ষিত। ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদানে এ এলাকার মানুষ উপরোক্ত দুই ধরনের অনুষঙ্গ ব্যবহার করে থাকে।বিভিন্ন ধরনের গানের আয়োজন বিভিন্নউপলক্ষ্যে হয়ে থাকে। এলাকায়,পাড়ায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক নাটকের আয়োজন হয়ে থাকে। পুরাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় পালিত হয়েথাকে। অত্র ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত খেলাধূলার মধ্যে উল্লেখ যোগ্যহচ্ছে হাডুডু। পাড়ায় পাড়ায় দাড়িয়া বান্ধা , গোল্লা ছোট, আধুনিক সংস্করনেরমধ্যে ক্রিকেট ও ফুটবল অন্যতম।
যেসব সংস্কৃতি বিষয়ক সংস্থা জগদলকাজ করছে সেগুলো হলোঃ
* শফিকুন্নূর বাউল শিল্পী গোষ্ঠী
* সৃজনী নাট্য সংঘটন।
* ফুটবল ও ক্রিকেট দল, ইত্যাদী আর ও. . .।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস