ক্রমিক | বে-সরকারী প্রতিষ্ঠান/সংস্থার নাম | অবস্থান |
০১ | কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য II প্রোগ্রাম যোগযোগঃ মো: আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক মোবাইলঃ ০১৭৭০৩৭৫৮৫০ | সুনামগগঞ্জজেলায় স্বেচ্ছাসেবা মূলক কাজের আওতায় জগদলইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কাজ সফলতার সাথে করছেন। |
০২ | ব্র্যাক বিডিপি (ক্ষুদ্র ঋণ প্রকল্প) মো: জসিম উদ্দিন শাখা ব্যবস্থাপাক জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ। মেবাইলঃ ০১৭২৪-৩৩১১৮৭। | সমগ্র জগদলইউনিয়নে প্রকল্প রয়েছে। |
০৩ | দি হাঙ্গার প্রজেক্ট ইন্টারন্যাশনাল এনজিও দিরাই উপজেলা একেএম আখতারুল ইসলাম শাখা ব্যবস্থাপক মোবাইলঃ ০১৭১৮-৩১৩৭৫৫ | সমগ্র দিরাই উপজেলা |
০৪ | ছিন্নমূল মহিলা সংস্থা মিসেস মানজু খানম সভানেত্রী ছিন্নমূল মহিলা সমিতি জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ। মোবিইল- | জগদল ইউনিয়নে দল গঠন ও ঋণ দান, শিক্ষা, কৃষি, মৎস্য চাষ, নারী ও শিশু পাচার রোধ, এইচ আইভি/এইডস প্রতিরোধ, দূর্যোগ মোকাবেলা, স্বাস্থ্য ও সেনিটেশন, প্রশিক্ষণ, নারী ও পুরুষ স, সমতায়ন, প্রতিবন্ধি উন্নয়ন স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করণ, ভিজিডি, ল্যাকটিং মাদার মাতৃকাল ভাতা ইত্যাদিকর্মসূচী বাস্তবায়ন করে থাকেন। |
০৫ | গ্রাম বাংলা উন্নয়ন সংস্থা জগদল ইউপি আবু সুফিয়ান নির্বাহী পরিচালক মোবাইল ই-মেইলঃ
| জগদল, ইউনিয়ন ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেবা মূলক কার্য্যক্রম পরিচালনা করছে। |
০৬ | গ্রামীণ ব্যাংক জগদল কলেজ রোড। দিরাই, সুনামগঞ্জ। ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম মোবাইল-
| ক্ষুদ্র ঋণ, শিক্ষা ঋণ, গৃহঋণ, সংগ্রামী সদস্য ঋণ প্রকল্প নিয়ে সমগ্র ইউনিয়নে কাজ করেন।
|
বেসরকারী সংস্থা গুলো কামারজানি ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তাপ্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালুরয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস