প্রাত্যাহিক জীবনে আমরা প্রায় সময়ই বিভিন্ন অসুস্থ্যতায় ভুগি। অসুখবিসুখ ঠিক বলে কয়ে আসে না। হুটহাট করেই জর, ঠান্ডা, সর্দি এমনকি আরো ভয়ানকসব অসুখ বেধে বসে। কিন্তু অসুখের মত সময়ে অসময়ে কি আর ডাক্তার পাওয়া যায়?
এখন থেকে পাওয়া যাবে! কারণ হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) বাংলাদেশে প্রথম বারের মত নিয়ে এসেছে অনলাইন ই-ডক্টর সার্ভিস। এখন থেকেযেকোনো সময়, যেকোনো জায়গা থেকে অনলাইনেই প্রোফেশনাল ডাক্তারদের পরামর্শনিতে পারবেন। এখন আর অসুখে বিসুখে ডাক্তার খুজে বেড়াতে হবে না। ঘরে বসেঅনলাইনে ডাক্তার এর পরামর্শ। আর এটি শুধুই সম্ভব হয়েছে হেলথ প্রায়োরটুয়েন্টি ওয়ান (Health Prior 21) এর কারনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস