Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধমূলক প্রচার অভিযান ২০১৩/২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর/২০১৩ খ্রি:
Details

ব্র্যাক সহযোগিতায় জগদল ইউপি আয়োজিত "শান্তি ও ন্যায্যতা অর্জনে নারীনির্যাতন মুক্ত সমাজ গড়ি‌" এই শ্লোগান কে সামনে রেখে আজ সকাল ১০ ঘটিকায়স্থানীয় জগদল ইউনিয়ন পরিষদ থেকে র‌্যালি বের করা হয়। এতে এলকার নারী পুরুষসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদে একআলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন,জনাব মো: আবুতাহের মাষ্টার, ব্র্যাক কর্মর্কতা মো: নজরুল ইসলাম ( সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার সিইপি, শারমিন আক্তার, মো: আব্দুস সবুর, হাজেরা আক্তার, মো: হুমায়ুন কবীর খান, মো:আবুসাইদ সহ আরো ব্র্যাক কর্মকর্তা।

Attachments
Image
Publish Date
05/12/2013