Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসির অর্জন

দিরাই উপজেলা শ্রেষ্ঠ ও বর্ষসেরা উদ্যোক্তা হতে পেরে সফলতার গল্প

 

                 ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রস্বাধীনতার ৪৩বছর পরও যখন বাংলাদেশের সাধারণ জনগন স্বাধীন দেশের মৌলিক সুবিধাগুলোপাওয়ার জন্য বিভিন্ন অফিসে ধর্না দিয়ে বেড়াতো, সেখানে বর্তমান সরকার২০০৯ সালে ক্ষমতায় আসার পর digital বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজশুরু করেন। সরকারের এ ভিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম দেশের ৬৪টি জেলায়জেলার সকল তথ্য নিয়ে ৬৪টি ওয়েব পোর্টাল (জেলা ওয়েব পোর্টাল নামে পরিচিত)তৈরী করা হয়। ওয়েব পোর্টাল তৈরীর পর সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় তথ্যসংশ্লিষ্ট অফিসে না গিয়ে নিজের বাড়ীর পাশের বাজারে কোন সাইবার ক্যাফেতেবসে সহজে তথ্য পেয়ে যায়। কিন্তু সকল মানুষ ওয়েব পোর্টাল সম্পর্কে ধারণানা থাকায় এ সুবিধা থেকে অনেক লোক বঞ্জিত হচ্ছিল। তাদেরকেসচেতন করার জন্যএবং ঘরে বসে তথ্য পাওয়ার নিমিত্তেজেলা পর্যায়ের পরবর্তীতে প্রতিটি ইউনিয়নেইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১১নভেম্বর, ২০১০ সালেবাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সকল ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (UISC) উদ্বোধন করেন। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলো উদ্বোধনেরপর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এক নতুন দিগন্ত উন্মোচন হয়।বাংলাদেশেরচুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশেরজাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়েপড়েছে। UISC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপদেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UISC গুলোর মাধ্যমেস্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে।তথ্যওসেবা কেন্দ্র জন্মহতে মৃত্যু পর্যন্ত সকল মানুষের  সেবা পাবার এক নির্ভেজাল ভালবাসার স্থান।উদ্যোক্তা জীবনে সাধারণ মানুষের ভালবাসার এরকম স্বীকৃতি আমার মতো কয়জনতরুনের ভাগ্যে জোটে আমি জানিনা। তবে এ ধরণের স্বার্থক একটি প্রতিষ্ঠানেরউদ্যোক্তা হতে পেরে সত্যিই আজ আমি সাধারণ জনগনের ভালবাসায় সফল। আমি দিরাইউপজেলার বর্ষসেরা উদ্যোক্তা/১৪পুরুষ্কার অর্জন করেছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষ্যেসরকার মাঠ পর্যায়ে digital সেবা তথা জনগণের দোরগোড়ায় সেবা প্রদানেরউদ্যোগ শুরু করেছে বিগত ১১ ই জুলাই, ২০১০খ্রি. তারিখে। মাঠ পর্যায়েইউনিয়ন লেভেলে যাদের মাধ্যমে এই ডিজিটাল সেবা প্রদান করা হয় তারা হচ্ছে  ইউআইএসসি উদ্যোক্তাগন। যে কোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ থেকে শুরু করেবিদেশে কর্মী প্রেরণের জন্য রেজিস্ট্রেন কার্যক্রম অধ্যাবধি দক্ষতার সাথেদায়িত্ব পালন করে আসছি। আমরা আশা রাখি আগামিতে আমাদের সেবারধরন/মান/ব্যাপক প্রচার অনেকাংশে বৃদ্ধি পাবে। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।

সফলতার চিত্র

            ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে সরকারী, বে-সরকারী সেবা সমূহ জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করায় সাফল্যের স্বীকৃতি স্বরম্নপ ‘‘উপজেলা শ্রেষ্ঠ উদ্যোক্তা-২০১৪হিসেবে উপজেলা প্রশাসন/জেলাপ্রশাসন ও প্রধানমন্ত্রীর কায্যালয় (এটুআই) কে কৃতঞ্জতা ঞ্জাপন করছি।

এম. দবির আহমেদ

জগদল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

দিরাই, সুনামগঞ্জ।