Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জগদল ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম  জগদল এর  অধীনে বর্তমান ৩৯টি গ্রাম নিয়ে জগদল  ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রামসরকার বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম সরকারএরপদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। তারপর পর্যায়ক্রমেমো: দানিছ মিয়া, মো: আব্দুল হকগ্রাম সরকারএর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালেতৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য মো: আব্দুল হকপ্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীনসময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পরপরবর্তী সময়ে মাহতাবুর রহমান, আ: রাজ্জাক(৩য়বার নির্বাচিত), মোখলেচুর রহমান লাল মিয়া কবির মিয়া, আবু ইয়াহিয়া কায়রুজ্জামান ও বর্তমানে জনাব আব্দুছ ছালাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনকরেন।

জগদলইউনিয়নের নাম নিয়ে জনশ্রুতি রয়েছে, জগদ্দল নামক অত্যান্ত দামী পাথরের নামানুসারে এর নামকরণ করা হয জগদল।