Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম এ উদ্যোক্তা রেজিস্ট্রেশন পদ্ধতি
বিস্তারিত

১।প্রথমে http://114.130.54.229/home এই ইউআরএল এ ক্লিক করতে হবে । ২। এরপরে রেজিস্ট্রেশন মেন্যুতে ক্লিক করতে হবে । মেন্যুতে ক্লিক করলে ২ টি অপশন দেখাবে। উদ্যোক্তারা উদ্যোক্তা ক্যাটাগরি এবং অন্যান্য ব্যবহারকারীরা (উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়সহ অন্যান্য ব্যক্তিগণ) ব্যবহারকারী অপশন সিলেক্ট করতে হবে। ৩। এই পেজের সকল ঘরসমূহ পূরণ করতে হবে। লাল চিহ্নিত ঘরসমূহ পূরন করা বাধ্যতামূলক । উদ্যোক্তা রেজিস্ট্রেশনে ক্লিক করলে স্ক্রিনশটে দেওয়া নিম্নোক্ত পেজটি আসবে ।৪। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদ, পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের হলে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের উদ্যোক্তাদের সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। ৫। সেবাকেন্দ্র সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে মোবাইল নাম্বার ও ই-মেইল ঠিকানার বক্সে সেবাকেন্দ্রের নামে কোন মোবাইল নাম্বার ও ই-মেইল থাকলে তা উল্লেখ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে উদ্যোক্তার মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিতে হবে। ৬। ইউজার প্রোফাইল ছবির ক্ষেত্রে উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০০ কিলো বাইটে সাইজের ছবি আপলোড করতে হবে। এরপরে ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা সম্পর্কিত তথ্য দিয়ে নিম্নোক্ত স্ক্রিন শর্ট দেয়া পেজটি আসবে।৬। ইউনিয়ন পরিষদের সচিব সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে ঠিকানার ঘরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাম উল্লেখ করতে হবে। ৭। উদ্যোক্তাদের তথ্য সংক্রান্ত বিভাগে বিকল্প উদ্যোক্তাদের শিক্ষানবিশ উদ্যোক্তা হিসেবে এবং অন্যান্যদের উদ্যোক্তা হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। ৮। ঠিকানার ঘরে উদ্যোক্তাদের বাসার/ইউনিয়ন পরিষদের ঠিকানা উল্লেখ করতে হবে। এরপর ডিভাইস ও উপকরণ সম্পর্কিত তথ্যের জন্য নিম্নোক্ত পেজটি আসবে।৯। পূরন করে সংরক্ষন করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে । ১০। রেজিস্ট্রেশন অনুমোদন হলে ই-মেইল অথবা মোবাইলে নম্বরে কনফার্মেশন ম্যাসেজ চলে যাবে । ১১। কনফার্মেশন ম্যাসেজে ইউজার আই ডি এবং পাসওয়ার্ড উদ্যোক্তার কাছে চলে যাবে ।রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যার জন্য আপনারা এটুআই প্রোগ্রামের মাজেদুল ইসলাম (০১৭১১২৩৬২৩০), ম্যাবল সিলভিয়া (০১৭১৬৩২৭৪৬০), শেখ কাওসার উদ্দিন (০১৯১৩১৬৭৭১৮), অনুপম হাসান (০১৭১৭৭৯৮৮০০) এর সাথে যোগাযোগের অনুরোধ রইলো।আইপি এ্যাড্রেস বের করার পদ্ধতিউদ্যেক্তা সম্মেলন-২০১৪ইং যোগদানের জন্য রেজিষ্টেশন করতে কিভাবে IP নম্বর বের করতে হয় দেখে নিন সাথে আরও কিছু তথ্যরেজিষ্টশন করতে সবচেয়ে কঠিন, ঝামেলার যে কাজ সেটি হল আইপি বের করা। এটা হয় তো অনেকেই জানেনা তাই এটা পেতে হলে কি-বোর্ড থেকে উন্ডোজ চিহ্নিত বাটন + R বাটন প্রেস করে Run অপশনে যেতে হবে। তখন Open লেখা অংশে cmd লিখে enter দিলে নতুন একটা উইন্ডো দেখা যাবে। সেখানে ipconfig লিখে enter দিলে Connection Specific এ আপনার কানেকশনের আইপি নম্বর দেখাবে।রেজিষ্টশন ফরম এর জন্য http://114.130.54.229/home/ প্রবেশ করুনএরপরে রেজিস্ট্রেশন মেন্যুতে ক্লিক করতে হবে । মেন্যুতে ক্লিক করলে ২ টি অপশন দেখাবে। উদ্যোক্তারা উদ্যোক্তা ক্যাটাগরি এবং অন্যান্য ব্যবহারকারীরা (উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়সহ অন্যান্য ব্যক্তিগণ) ব্যবহারকারী অপশন সিলেক্ট করতে হবে।এই পেজের সকল ঘরসমূহ পূরণ করতে হবে। লাল চিহ্নিত ঘরসমূহ পূরন করা বাধ্যতামূলক । ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদ, পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের হলে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের উদ্যোক্তাদের সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে।এই অপশনের সবচেয়ে কঠিন, ঝামেলার যে কাজ সেটি হল আইপি বের করা। এটা হয় তো অনেকেই জানেনা তাই এটা পেতে হলে http://www.ip-adress.com/ ক্লিক করুন অথবা http://whatismyipaddress.com থেকে বের করে নিতে পারেন।এরপরপূরন করে সংরক্ষন করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে । রেজিস্ট্রেশন অনুমোদন হলে ই-মেইল অথবা মোবাইলে নম্বরে কনফার্মেশন ম্যাসেজ চলে যাবে । কনফার্মেশন ম্যাসেজে ইউজার আই ডি এবং পাসওয়ার্ড উদ্যোক্তার কাছে চলে যাবে ।----------------------------------------------------------------সবার জ্ঞাতার্থেযারা সফল ভাবে রেজিষ্টেশন সম্পন্ন করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনাদের মেইল আইডিতে কিংবা মোবাইলে কনফার্মেশন ম্যাসেজ আগামী সপ্তাহের যে কোন দিন পাবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/10/2014